Friday 20 October 2017

কিভাবে bugzilla তে বাংলা (বাংলাদেশ) লোকালাইজেশন সম্পর্কিত বাগ ইস্যু করবেন?

বাগ ইস্যু বা সাবমিট করার জন্য প্রথমে http://bugzilla.mozilla.org/ সাইট ব্রাউজারে খুলতে হবে এবং রেজিষ্ট্রেশন করে লগইন করে নিতে হবে। bugzilla সাইটের প্রথম পাতা বা হোম পেইজে File a Bug লিঙ্কে ক্লিক করুন।


একটি পাতায় Mozilla এর সকল প্রকল্পের তালিকা দেখাবে। তালিকা থেকে Mozilla Localizations: ক্লিক করুন।

পাতায় Component সেকশন থেকে bn-BD / Bengali নির্বাচন করুন।

Summary অংশে আপনার বাগ সম্পর্কে সঙ্ক্ষেপে লিখুন। যেমন কোন প্রডাক্টে কি কাজ করছে না। বা প্রডাক্টের কোন অংশে কি ভুল দেখাচ্ছে।


Description অংশে আপনার বাগের বিস্তারিত বিবরণ লিখুন। যেমন যে প্রডাক্টের বাগ তার নাম এবং সংস্করণ, প্রডাক্টটি যে পরিবেশে চালানো হয়েছে তার বিবরণ, যে অংশে বাগ দেখাচ্ছে সেখানে কিভাবে যেতে হবে তার বিস্তারিত নির্দেশনা বা বাগটি পুনরায় তৈরি করতে হলে কি করতে হবে তার ধাপে ধাপে নির্দেশনা, বাগের ফলে কি ঘটছে তার বিস্তারিত। প্রত্যাশিত ফলাফল কি হওয়ার কথা ছিল তার বিস্তারিত, সঠিক ফলাফল কি হবে।

Attachment অংশে Add an attachment বাটন ক্লিক করে যোগ করা যাবে কোন ফাইল বা স্ক্রিনশট।

Submit Bug বাটন ক্লিক করে বাগটি সংরক্ষণ বা জমা বা সাবমিট করুন।

কিভাবে বাগ লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে Bug writing guidelines দেখতে পারেন।